জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মিনু

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। নাশকতার পাঁচটি মামলায় আদালত থেকে তিনি জামিন পাওয়ায় আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি মুক্তি পান। তবে অসুস্থ থাকায় তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুকে ব্যথা অনুভব করায় নাশকতার পাঁচটি মামলায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক মিজানুর রহমান মিনুকে গত ৯ সেপ্টেম্বর দুপুরে পুলিশ পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দুই দিন পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে ৩২ নম্বর ওয়ার্ডের একটি কেবিনে নেওয়া হয়। এখনো তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম জানান, নাশকতার পাঁচটি মামলায় হাইকোর্ট বিএনপি নেতা মিনুকে জামিন দিয়েছেন। জামিনের কাগজপত্র বুধবার বিকেলে কারাগারে এসে পৌঁছায়। এরপর রাতে তাঁকে মুক্ত ঘোষণা করা হয়।
গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে নাশকতার অভিযোগে পুলিশের করা পাঁচ মামলায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনু ১৩ জুলাই থেকে কারাগারে ছিলেন।