মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে বুধবার দুপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় সাত-আটটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন কমবেশি আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬০টি ফাঁকা গুলি ছুড়েছে।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার জানান, বুধবার দুপুর ১টার দিকে মহম্মদপুর উপজেলার রোনগর গ্রামের আবু জাফর ও মণ্ডলগাতি গ্রামের আফসার উদ্দিনের নেতৃত্বে দুই দল গ্রামবাসী দুই স্কুলছাত্রের কথাকাটাকাটির সূত্র ধরে ডাঙ্গাপাড়া বাজারে ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ শটগানের ৬০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।
সংঘর্ষের সময় তেলের ড্রামে আগুন লেগে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ হয়ে দুজন মাগুরা সদর হাসপাতালে এবং সংঘর্ষে আহত হয়ে ১৫ জন মহম্মদপুর ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।