ময়মনসিংহে জেএমবি সন্দেহে একজন আটক

ময়মনসিংহ শহরের শিকারীকান্দা থেকে জেএমবি সন্দেহে উজ্জ্বল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি : আইয়ুব আলি
ময়মনসিংহে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে এমদাদুল হক উজ্জ্বল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার শহরের বাইপাস সড়কের শিকারীকান্দা এলাকা থেকে তিনটি ককটেলসহ তাঁকে আটক করা হয় বলে দাবি করেছে পুলিশ।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, আজ ভোরে ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার পথে উজ্জ্বলকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল নিজেকে জেএমবির একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
ওসি আরও বলেন, এর আগে পুলিশ বেশ কয়েকবার উজ্জ্বলকে আটক করলেও বারবার আইনের ফাঁকে বেরিয়ে গেছেন। এবার গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার মুলাজানি এলাকায়।