ফুলবাড়ীয়ায় গাড়িচাপায় স্কুলছাত্রী নিহত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গাড়িচাপায় সাদিয়া সুলতানা (৮)নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরে শাহীন ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাদিয়া ওই স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তার লাশ ফুলবাড়ীয়া থানায় রাখা হয়েছে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, প্রতিদিনের মতো সাদিয়া স্কুলে যাচ্ছিল। স্কুলে প্রবেশের সময় ময়মনসিংহগামী বড়বিলা সিটিং টাউন সার্ভিস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ফুলবাড়ীয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘গাড়িটি আটক করা হয়েছে। শিশুটির অভিভাবক মামলা করলে আমরা আইনি ব্যবস্থা নেব।’