বন্দরে জব্দ ভারতীয় রুপি গণনা চলছে

মিথ্যা ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্য হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে নেওয়ার সময় জব্দ করা বিপুল পরিমাণ ভারতীয় রুপি গণনার কাজ চলছে। গতকাল রোববার সন্ধ্যায় বন্দরের শুল্ক গোয়েন্দারা এই মুদ্রা জব্দ করেন।
urgentPhoto
আজ সোমবার দুপুরের দিকে একটি কনটেইনারে একাধিক কার্টনে থাকা এসব রুপি মেশিনের সাহায্যে গণনা শুরু হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ভারতীয় রুপিবাহী ২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনারটি দুবাইয়ের জেবেল বন্দর থেকে কলম্বো হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। গতকাল সন্ধ্যায় বন্দরের ৮ নম্বর শেডে কনটেইনারটি খোলার পর সেখানে কয়েকটি কার্টনে ভারতীয় রুপির সন্ধান পাওয়া যায়।
মো. শহীদুজ্জামান নামের এক ব্যক্তির আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যের ঘোষণায় বলা হয়েছে, কনটেইনারে ১৬২টি কার্টনে গৃহস্থালি পণ্য রয়েছে। কয়েকটি কার্টনে ভারতীয় মুদ্রা পাওয়া গেছে।