সন্দ্বীপে পশুর হাটে হামলা, দুজন নিহত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি পশুরহাটে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে যুবলীগকর্মীসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার বাতেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাতেন মার্কেট এলাকায় পশুরহাট বসা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। একটির পক্ষে যুবলীগ নেতা জাফর ও অপরপক্ষে মিশু নেতৃত্ব দিয়ে আসছিলেন। মিশু পক্ষের লোকজন বিকেলে পশুর হাটে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন যুবলীগকর্মী জাহাঙ্গীর আলম ও পথচারী হুমায়ুন কবির। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।
এদিকে ঘটনার পর উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় পশুর হাট। ঈদের চারদিন আগে পশুর হাটে এ হামলার ঘটনায় পুরো এলাকাজুড়ে উদ্বেগ শুরু হয়েছে বলে জানান স্থানীয় গরুর ক্রেতা কামাল উদ্দিন বাবু।
সন্দ্বীপ পৌরসভার কাউন্সিলর ডা. মহসিন জানান, বিকেলে সন্ত্রাসী মিশু বাহিনীর লোকজন পশুর হাটের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে যুবলীগকর্মী জাহাঙ্গীর ও পথচারী কবীর নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।