যশোরে ‘দিনমজুর’কে ধরে নিয়ে গুলি করার অভিযোগ
যশোরের মনিরামপুর উপজেলায় এক দিনমজুরকে (৩২) ধরে নিয়ে চোখ বেঁধে পায়ে গুলি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি, গুলিবিদ্ধ ব্যক্তি ‘ডাকাত দলের’ সদস্য।
যশোরের সহকারী পুলিশ সুপার শাফিন মাহমুদ দাবি করেন, গতকাল সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা এলাকার সরদার নার্সারিতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সেখানে থাকা ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। এ সময় আত্মরক্ষায় পুলিশও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকবর আলী নামের ডাকাত দলের ওই সদস্যকে আটক করা হয়।
আটক আকবর আলীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি পাইপগানও উদ্ধার করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার।
তবে হাসপাতালে চিকিৎসাধীন আকবর আলীর দাবি, তিনি ডাকাত নন। তিনি একজন দিনমজুর। সোমবার রাতে মনিরামপুরের রাজগঞ্জ বাজার থেকে শত শত মানুষের সামনে তাঁকে আটক করে পুলিশ। এর পর সেখান থেকে তাঁর চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং পায়ে গুলি করা হয়।