শিগগিরই আশুগঞ্জে কনটেইনার টার্মিনাল নির্মাণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/22/photo-1442916477.jpg)
শিগগিরই আশুগঞ্জ নদীবন্দরে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মাণের জায়গা অধিগ্রহণ করে নির্মাণকাজ শুরু করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী।
আজ মঙ্গলবার সকালে আশুগঞ্জ নদীবন্দরে প্রস্তাবিত টার্মিনাল নির্মাণের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সচিব এ কথা বলেন।
এ সময় শফিক আলম মেহেদী জানান, বন্দরটি শুধু আশুগঞ্জ নয়, জাতীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশুগঞ্জ ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের মালামালও পরিবহন করা হবে।
এ সময় চলতি অর্থবছরের মধ্যেই এর নির্মাণকাজ শুরু হবে জানিয়ে নৌ সচিব বলেন, ‘আশুগঞ্জ আন্তর্জাতিক নদীবন্দর প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের আওতার অন্তর্ভুক্ত।’
এ সময় নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, নাছির আলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) বিজয় সিল ভোরাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনসহ বিআইডব্লিউটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সচিব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শন যান।