দুবলার চর থেকে চার জেলের লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/22/photo-1442920145.jpg)
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলেদের মধ্যে আজ মঙ্গলবার চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার উদ্ধার করা হয় আরো দুজনের লাশ।
দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়া উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার মেহেরআলী চরের জামতলা এলাকায় একজন ও আলোরকোলের বালির খালে তিনজনের লাশ ভেসে আসে। পরে স্থানীয় জেলেরা লাশ চারটি উদ্ধার করে।
এর আগে সোমবার দুবলার চর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান জিয়া উদ্দিন। ওই দুজনের মরদেহ বাগেরহাটের কচুয়া উপজেলায় তাঁদের বাড়ি নিয়ে যান স্বজনরা। মঙ্গলবার উদ্ধার হওয়া নিহত জেলেদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
তবে দুবলার জেলে পল্লীর মহাজন আবুল কালাম আজাদ বলেন, সাগরের বিভিন্ন স্থানে এখনো অনেক লাশ ভাসছে। মঙ্গলবার দুপুরে গভীর সাগর থেকে মাছ ধরে ফিরে আসা জেলেরা সাগরে অসংখ্য লাশ ও ট্রলার ভাসতে দেখেছে।
দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ আরো জানান, গত রোববার ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে দেড় শতাধিক মাছ ধরার ট্রলার ডুবে গেছে। নিখোঁজ রয়েছে কয়েক শ জেলে-মাঝিমাল্লা। তবে তিনি আরো বলেন, এখনো ২০০ জেলে-মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে।