গাজীপুরে বাসচাপায় নারী নিহত

গাজীপুর শহরের ভোগড়া বাইপাস মোড়ে ড্রিমল্যান্ড পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর।
আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর সুমন (২৬) নামের বাসচালককে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল থানার নারায়ণপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগড়া বাইপাস মোড়ের কাছে আজ বিকেলে ওই নারী সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে শেরপুরগামী ড্রিমল্যান্ড পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, দুর্ঘটনার পর পরই চালকসহ বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ। তিনি জানান, নিহত নারীর পরনে মেরুন রঙের বোরকা রয়েছে।