ময়মনসিংহে শিশু খুন, বাবা আটক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দেড় বছরের এক শিশুকন্যা খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শিশুটির বাবাকে আটক করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টা উপজেলার লেচুতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আকতার ওই গ্রামের শাহজাহানের মেয়ে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম এনটিভি অনলাইনকে জানান, পারিবারিক কলহের জের ধরে শাহজাহান দা দিয়ে স্ত্রী পারভীন আক্তারকে লক্ষ্য কোপ দেয়। কিন্তু কোপ গিয়ে লাগে মেয়ে সুমাইয়ার মাথায়।
পরভীনের চিৎকার শুনে বাড়িতে থাকা তাঁর ভাই সোহাগ এগিয়ে আসে। তখন শাহজাহান দৌড়ে পালানোর চেষ্টা করে।
পরে শাহজাহানকে ধরে পুলিশে হস্তান্তর করা হয়। সুমাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।