চট্টগ্রামে বিস্ফোরণে দুই ‘ডাকাত’ নিহত

চট্টগ্রামে ‘ককটেল বিস্ফোরণে’ দুই ‘ডাকাত’ নিহত হয়েছে। বুধবার গভীর রাতে নগরীর সদরঘাটের মাঝিরঘাট এলাকায় একটি ডাকাতির ঘটনার সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছে সাতজন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মধ্যরাতের দিকে তিনটি মোটরবাইকে সাত/আটজনের ডাকাতদল সাহা করপোরেশন নামে ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ডাকাতরা গুলি ও ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করে। এতে নিজেদের ককটেলে ঘটনাস্থলে একজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরেকজন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মর্জিনা বেগম জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় গুলি চালালে সাহা করপোরেশনের ম্যানেজার সত্য গোপাল ভৌমিক, অফিস সহকারী বাবুল দাশসহ সাতজন আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানান, ভোর ৪টার দিকে দুই হাত ঝলসে যাওয়া এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া আহত এলাকাবাসীর মধ্যে সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সত্য গোপালের অবস্থা আশঙ্কাজনক।