মোবাইল নিয়ে বিবাদ, কুপিয়ে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/28/photo-1443455934.jpg)
নেত্রকোনা সদর উপজেলায় মোবাইল ফোন চুরি নিয়ে বিবাদে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁকে রক্ষা করতে গেলে দুজনকে কুপিয়ে জখম করা হয়। আজ সোমবার দুপুরে উপজেলার কালিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হচ্ছেন কালিয়ারা গ্রামের মোহাম্মদ আলী ওরফে হাসুনি মিয়া (৫০)। আহত দুজন হচ্ছেন নিহতের ছেলে রিপন মিয়া (২৫) ও ভাতিজা গনি মিয়া (৩৫)।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল হাসান রোমান জানান, আহত গনি মিয়ার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানান, গ্রামের বকুল খানের একটি মোবাইল ফোন প্রায় দুই মাস আগে চুরি হয়। এ নিয়ে প্রতিবেশী রনি মিয়াকে দায়ী করেন বকুল খান। মোবাইল চুরির এই ঘটনা নিয়ে রনি ও বকুল খানের মধ্যে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে বাড়ির সামনে পেয়ে বকুল খান ও তাঁর লোকজন ধারালো অস্ত্র দিয়ে রনির চাচা মোহাম্মদ আলীকে কুপিয়ে জখম করেন। এ সময় মোহাম্মদ আলীকে বাঁচাতে গনি মিয়া ও রিপন মিয়া এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে ওসি জানিয়েছেন।