অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/shyytaan-khonjaa_1.jpg)
দেশজুড়ে যৌথ বাহিনীর চালানো বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক হাজার ৯৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে মোট এক হাজার ৬৬৮ জন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পুলিশের লুট হওয়া চায়না রাইফেল, দুটি এলজি, চারটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ডগুলিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে গত সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্টে’ ৬০৭ জনের পাশাপাশি বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে গত শনিবার থেকে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।