নেত্রকোনায় নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/28/photo-1443456102.jpg)
নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর পুকুরে ভাসমান অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুটি উপজেলার লুনেশ্বর গ্রামের আসাদুজ্জামানের ছেলে আমিনুল ইসলাম রিফাত (৭)।
আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, ঈদের দিন শুক্রবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় রিফাত। আজ বাড়ির পেছনের একটি পুকুরে রিফাতের লাশ ভেসে উঠলে পুলিশে খবর দেয় বাড়ির লোকজন। লাশ উদ্ধার করে আজ সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই জানান, রিফাত সাঁতার জানত। তার লাশ পুকুরে পাওয়ায় ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।