খুলনায় হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

খুলনার দৌলতপুরে মিরাজুল ইসলাম মারুফ (৪৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি তিনটি হত্যা মামলার আসামি।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) দাবি করেছে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে দৌলতপুর থানার কার্তিককূল এলাকার বালুর পাশের একটি গলির সড়ক থেকে মারুফের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কেএমপির মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এডিসি) সোনালী সেন ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদের ভাষ্য হচ্ছে, গতকাল রাতে মারুফের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার কাছে একটি পিস্তল ও কয়েকটি গুলি পাওয়া যায়। পুলিশ পরে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে, মারুফের কপালে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে।
পুলিশের দাবি, মারুফ উগ্রপন্থী দল হুজির নেতা শহিদ, দিঘলীয়ার হালিম চেয়ারম্যান ও ফকিরহাটের জাকির চেয়ারম্যান হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। এ ছাড়া তিনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ।
তবে, প্রত্যক্ষদর্শী ও একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গোয়েন্দা (ডিবি) পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দৌলতপুর বেবিস্ট্যান্ড থেকে মারুফকে আটক করেছিল। যদিও গণমাধ্যমের পক্ষ থেকে এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ কোনো বক্তব্য দেয়নি।