বাড়ি ঘিরে র্যাবের অভিযান, ‘নব্য জেএমবি’ আটক

জঙ্গিবাদের জড়িত সন্দেহে ঝিনাইদহ সদর উপজেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সকাল ৯টার দিকে উপজেলার কালুহাটি গ্রামের ঘোপপাড়া থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই এলিট ফোর্সের দাবি, গ্রেপ্তার হাফেজ আক্তারুজ্জামান সাগর (২৫) নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্য।
অপরদিকে সাগরের বাবা সরাফত মণ্ডল দাবি করেছেন, তাঁর ছেলে একজন মানসিক প্রতিবন্ধী। কিছুদিন আগে তাঁকে পাবনার মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে আনা হয়েছে। ১৪ দিন আগে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মামুন জোয়াদারের মেয়ে কলেজপড়ুয়া শারমীনকে বিয়ে করেন সাগর।
র্যাব-৬ খুলনার সিও উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব দাবি করেন, সাগরকে গত দুই বছর ধরে নজরে রাখা হয়েছিল। তাঁর কাছ থেকে জেএমবির কয়েকজনের নাম জানা গেছে। তাদের ধরার জন্য অভিযান শুরু হবে।
‘আজ ভোর ৬টার দিকে কালুহাটি গ্রামের ঘোপপাড়া ঘেরাও করে রাখে র্যাব সদস্যরা। এ সময় সাধারণ মানুষদের ওই এলাকায় প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। পরে তিন ঘণ্টার অভিযান শেষে সরাফত মণ্ডলের বাড়ি থেকে তাঁর ছেলে সাগরকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে জেহাদি বই উদ্ধার করা হয়’, যোগ করেন র্যাব কর্মকর্তা।