ময়মনসিংহে ভাইবোনের ‘রহস্যজনক’ মৃত্যু

ময়মনসিংহ সদর উপজেলার সুহিলা উত্তরপাড়ায় পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো ট্রলিচালক অলিউল্লাহর পাঁচ মাস বয়সী ছেলে রুমান ও পাঁচ বছর বয়সী মেয়ে ঐশী। লাশ দুটি উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।
দুই শিশুর মা রোকসানাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে রুমান তাঁর মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল। একই ঘরের অন্য কক্ষে দাদির সঙ্গে ঘুমাচ্ছিল ঐশী। রাত সাড়ে ১১টার দিকে অলিউল্লাহ বাড়িতে এসে দেখেন, তাঁর ছেলেমেয়ে ঘরে নেই। তাঁর স্ত্রী ও মা তাঁদের খোঁজাখুঁজি করছেন। পরে রাতেই বাড়ির পাশের পুকুরে রুমানের লাশ ভাসতে পাওয়া যায়। সকালে একই পুকুরে ভেসে ওঠে ঐশীর লাশ।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. আবদুর রশিদ। তিনি এ ঘটনাকে ‘রহস্যজনক’ বলেছেন। তিনি বলেন, ‘ভেতর থেকে ঘরের দরজার খিল আটকানো ছিল, যা এ দুই শিশুর পক্ষে খোলা অসম্ভব। তাই ধারণা করা হচ্ছে, এ ঘটনার সঙ্গে স্বজন বা পরিবারের কেউ জড়িত থাকতে পারে।’