চাঁদপুরে অলিউল্লাহ হত্যায় ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ

চাঁদপুরের কচুয়ায় অলিউল্লাহ হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে চারজনকে।
আজ মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এসব দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন—আবদুল হামিদ মৃধা, মেহেদী হাসান, নাজমুল হাসান, আবদুল কাদের মৃধা, হারুন মৃধা ও মো. গৌরব। তাঁরা পলাতক।
খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোয়াজ্জেম হোসেন, আকতার হোসেন, আবু তাহের ও জাকির হোসেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) মো. আইয়ুব খান জানান, ২০১৪ সালের ২৯ জুলাই চাঁদপুরের কচুয়া থানার শংকরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে অলিউল্লাহকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জয়নাব বেগম বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করে আদালত আজ রায় দেন।