লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু জাহের আহম্মেদ ওরফে ধামা খালু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, আবু জাহের ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যাসহ বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি এলজি, চারটি গুলি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলেও দাবি করে পুলিশ।
এ ঘটনায় পুলিশের চার কনস্টেবল আহত হয়েছেন বলেও দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁরা হলেন—আবদুল কাদের, হাসান সরকার, ইউনুস মিয়া ও সত্যরঞ্জন চাকমা। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, একদল যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। পুলিশও পাল্টা বেশ কয়েকটি গুলি ছুড়লে ঘটনাস্থলে আবু জাহের নিহত হন।
আবু জাহের চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা। চন্দ্রগঞ্জ থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার।