বেনাপোলে পান দোকানির লাশ উদ্ধার

যশোরের বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকা থেকে গতকাল রাতে আবদুস সামাদ নামের এক পান দোকানির লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
যশোরের বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকা থেকে আবদুস সামাদ (৪৫) নামের এক পান দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
আবদুস সামাদের বাড়ি কাগজপুকুর গ্রামে। তাঁর বাবার নাম নছর উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাগজপুকুর এলাকায় দোকানে বসে বেচাকেনা করছিলেন আবদুস সামাদ। ওই সময় চারটি মোটরসাইকেলে করে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার শামীম উদ্দিন জানান, কী কারণে আবদুস সামাদকে হত্যা করা হলো, কারা এর সঙ্গে জড়িত, তা নিয়ে শুরু হয়েছে।