মাদকাসক্ত ব্যক্তিকে অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/30/photo-1443591257.jpg)
নেত্রকোনা জেলার মদন উপজেলায় রাজ্জাক মিয়া (৪০) নামের এক মাদকসেবীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকেলে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খুরশীদ শাহরিয়ারের ভ্রাম্যমাণ আদালত এ নির্দেশ দেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, রত্নপুর গ্রামের রাজ্জাক মিয়া নেশা করে মা ও প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করছিলেন। এ সময় তাঁকে কোনোভাবেই থামাতে না পেরে আসক্ত ব্যক্তির মা বিষয়টি পুলিশকে জানান। পরে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খুরশীদ শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালত নিয়ে ওই গ্রামে গিয়ে রাজ্জাক মিয়াকে আটক করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।
পরে আটক রাজ্জাক মিয়া পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে মুক্তি পান।