খুলনায় মন্ত্রীর জামাতা গুলিবিদ্ধ

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর জামাতা ও বাংলাদেশ ব্যাংকের ডিজিএম প্রভাষ কুমার দত্ত খুলনায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিন-চারজন দুর্বৃত্ত নগরীর বকশীপাড়াস্থ বাসভবনে ঢুকে প্রভাষকে গুলি করে পালিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্রভাষকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোনালী সেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে বাসায় ঢুকে গেটের তালা খুলে প্রভাষ কুমার দত্ত শয়নকক্ষে গিয়ে কাপড় বদল করছিলেন। এই সময় মুখোশধারীরা তাঁর ঘরে ঢুকে গুলি করে পালিয়ে যায়।
প্রভাষ কুমার দত্তর স্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মেয়ে এক বছর আগে ঢাকায় বাবার বাসায় আত্মহত্যা করেন। এই দম্পতির এক ছেলে ভারতে এবং এক মেয়ে ঢাকায় পড়াশোনা করেন। মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বর্তমানে খুলনার ডুমুরিয়াতে অবস্থান করছেন।