নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ডাকটিকিট প্রদর্শনী শুরু

স্ট্যাম্প শো ঢাকা-২০১৮ বাংলাদেশ ওভারপ্রিন্ট স্টাডি সার্কেলের উদ্যোগে আজ থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে পাঁচ দিনব্যাপী ডাকটিকিট প্রদর্শনী শুরু হয়েছে। এখানে দেশি-বিদেশি সৌখিন ডাকটিকিট সংগ্রাহকদের দুর্লভ ডাকটিকিট প্রদর্শিত হবে।
এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্ট্যাম্প শো ঢাকা ২০১৮-এর চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন, বাংলাদেশ প্রভিশনাল ওভারপ্রিন্ট স্টাডি সার্কেলের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম, ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি মো. ইকবাল মজিদ, ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এ টি এম আনোয়ারুল কাদির, বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাবের সভাপতি সাকিল হক, বাংলাদেশ প্রভিশনাল ওভারপ্রিন্ট স্টাডি সার্কেলের কাউন্সিল মেম্বর হাসান খুরশিদ রুমী এবং মালয়েশিয়ান স্ট্যাপ ডিজাইনার থে কে ইয়াং।
প্রদর্শনী সম্পর্কে মোহাম্মদ আকবর হোসেন বলেন, ‘বাংলাদেশে সৌখিন ডাকটিকিট সংগ্রাহকদের সংখ্যা অনেক বেশি। তাদের স্ট্যাম্প শো সংগ্রহের প্রদর্শনী ১৯৯২ সালের পর থেকে তেমন একটা হয়নি। খুব কম প্রদর্শনী হয়েছে। আজ থেকে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আমরা ডাকটিকিট প্রদর্শনীর আয়োজন করেছি। আমরা সবাই তাগিদ অনুভব করেছি যে বাংলাদেশে ডাকটিকিট সংগ্রাহকদের একটি মিলনমেলা হওয়া উচিত। সেই প্রেক্ষাপটে আমাদের আজকের এই আয়োজন। এখানে দেশের বাইরে বিদেশি অনেক ডাকটিকিট সংগ্রাহক অংশগ্রহণ করেছেন। বিভিন্ন ধরনের অনেক দুর্লভ স্ট্যাম্প এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।’
মোহাম্মদ আকবর হোসেন আরো বলেন, “এবার এই প্রদর্শনীর প্রতিপ্রাদ্য বিষয় হলো, ‘মাদকমুক্ত সমাজ চাই, সখের রাজ্যে আসতে চাই’। বাংলাদেশ মাদকমুক্ত করতে চাই আমরা। এখনকার তরুণরা ডাকটিকিট সংগ্রহের দিকে ঝুঁকতে পারে। আমরা মাদকমুক্ত সমাজের স্বপ্ন দেখি। মাদকমুক্ত সমাজ গড়ার জন্য যেকোনো সংগ্রহ সমাজকে কলুষমুক্ত রাখে। বর্তমানে যুবসমাজ ইন্টারনেট, ফেসবুক ব্যবহারের কারণে তাদের উদ্ভাবনী সক্ষমতা হারাচ্ছে। এই সৌখিন সখের রাজ্যে এলে তাদের জ্ঞান বৃদ্ধি পাবে তেমরি তাদের নির্মল আনন্দ দিতে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতে আমরা যাতে এ ধরনের ডাকটিকিট প্রদর্শনী করতে পারি এ জন্য সবার কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি। আশা করছি, পাঁচ দিনব্যাপী প্রদর্শনীতে সবাই আসবেন এবং আমাদের উৎসাহিত করবেন।”
প্রদর্শনীতে আজ এবং আগামীকাল মালেয়শিয়ান স্ট্যাম্প ডিজাইনার থে কে ইয়াং শিশুদের ডাকটিকিট কীভাবে ডিজাইন করতে হয় সেই প্রশিক্ষণ দেবেন। হাতে-কলমে ডাকটিকিটি ডিজাইজন করা শিখাবেন তিনি। বাংলাদেশ শিশু একাডেমি থেকে বিভিন্ন বয়সী শিশুরা এতে অংশ নেবে।
এ ছাড়া প্রদর্শনীতে একটা কর্মশালারও আয়োজন করা হবে। সাতজন গুণী সৌখিন ডাকটিকিট সংগ্রাহককে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন মোহাম্মদ আকবর হোসেন।
অন্যদিকে, শিল্পী থে কে ইয়াং নিজের অনুভূতি প্রকাশ করে বলেন,‘বাংলাদেশ অনেক সুন্দর দেশ। আমি অনেক জায়াগায় ডাকটিকিট কীভাবে বানাতে হয় সেই প্রশিক্ষণ দিয়েছি। এখানে এসেও ভালো লাগছে।’
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না।