সিরাজগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচলিয়া বাজারে দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আবু বক্কর সিদ্দিকের বাড়ি জেলার সলঙ্গা থানার আমডাঙ্গা গ্রামে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস আবু বক্কর সিদ্দিককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
ওসি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।