মান্নার সন্ধান চেয়ে জিডি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সন্ধান চেয়ে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বড় ভাইয়ের স্ত্রী বেগম সুলতানা। আজ মঙ্গলবার দুপুরের দিকে তিনি জিডি করেন।
গতকাল সোমবার মধ্যরাতে মান্নাকে বনানী ই-ব্লকের ১৭/এ-এর ১২ নম্বর বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের নিগার। বাড়িটি তাঁর ভাতিজি শাহনামা শারমিনের।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, পোশাকধারী কেউ মান্নাকে নিয়ে যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশের একটি দল গিয়েছিল। তারা তেমন কোনো তথ্য পায়নি।
গত রোববার বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অপর একজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে মান্নার দুটি পৃথক ফোনালাপের অডিও গণমাধ্যমে প্রকাশ হয়। পরদিন সোমবার সেনা হস্তক্ষেপ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলা নিয়ে মন্তব্যের অভিযোগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তারের দাবি ওঠে মন্ত্রিসভায়।