ইজিবাইকের পাশে পড়ে ছিল চালকের লাশ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মঞ্জিল মিয়া (৫০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাল্লাবাদ গ্রামে। গতকাল বুধবার রাত দেড়টার দিকে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে কাইকুরদিয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত মঞ্জিল ওই গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। বৃদ্ধা মা মল্লিকা বেগম, স্ত্রী লাইলী বেগমসহ দুই ছেলে ও ছয় মেয়ের সংসারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বুধবার বিকেলে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্থানীয় লোকজন ইজিবাইকের পাশে মাটিতে মঞ্জিল মিয়ার লাশ পড়ে থাকতে দেখে। নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর জখমের আঘাত ছিল। ইজিবাইকের ভেতরে চালকের আসনের আশপাশে রক্তের চিহ্ন ছিল। জীবিত মনে করে লোকজন দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার বলেন, হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে মঞ্জিল মিয়ার ভাতিজা সাইফুল দুই সপ্তাহ আগে প্রতিবেশী আবদুল কাদিরের মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আবদুল কাদির সাইফুলকে আসামি করে একটি অপহরণ মামলা করেন।
‘এ নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলে আসছে। কয়েকবার মারামারির ঘটনাও ঘটেছে। সম্ভবত এ কারণেও হত্যার ঘটনা ঘটতে পারে।’
ওসি আরো জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে জড়িতদের আটকের চেষ্টা চলছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়।