ভোলায় গলাকাটা লাশ উদ্ধার

ভোলার মনপুরার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে যুবকের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত করার জন্য লাশটি ভোলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার মনপুরার দাশেরহাট এলাকায় মেঘনা নদীতে গলা কাটা যুবকের লাশ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খবর পেয়ে সাংবাদিকরা লাশের ছবি তোলেন এবং মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সিকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে শেষ পর্যন্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মনিরকে অবহিত করা হয়।
পুরে পুলিশ সুপারের নির্দেশে যুবকের লাশ উদ্ধার করা হয়।
মনপুরা থানার ওসি মো. হানিফ সিকদার বলেন, ‘যুবকের লাশ উদ্ধার করে লাশের সুরতহাল করা হয়েছে। তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
এর আগেও বন থেকে এক যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মনি বলেন, ‘কেউ হত্যার পর নদীতে লাশ ভাসিয়ে দিচ্ছে বলেই এসব লাশ মেঘনা পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। কারণ একইভাবে এর আগেও এক যুবতীর লাশ পাওয়া গেছে।’