ঝিনাইদহে বিএনপি প্রার্থীর কার্যালয়ে হামলা, ভাঙচুর

ঝিনাইদহ-২ আসনে বিএনপিদলীয় প্রার্থী আবদুল মজিদের ব্যক্তিগত কার্যালয়ে গতকাল রোববার রাতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি
ঝিনাইদহ-২ আসনে বিএনপিদলীয় প্রার্থী আবদুল মজিদের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের এইচএসএস সড়কে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, ‘বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে নিজ কার্যালয়ে বসে ছিলেন এম এ মজিদ। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা স্থান ত্যাগ করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ অভিযোগ করে বলেন, ‘জয় বাংলা স্লোগান দিতে দিতে তাঁর ব্যক্তিগত অফিসে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।’