সাগরে ১২ ট্রলার আটক, ৪ হাজার কেজি ইলিশ জব্দ

বঙ্গোপসাগরে অবৈধভাবে মা ইলিশ আহরণের অভিযোগে বেশ কয়েকটি ট্রলারের জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় প্রায় চার হাজার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান চালিয়ে এসব ইলিশ জব্দ করা হয়।
সাগরের সাংগু গ্যাস ফিল্ড এলাকায় জেলেরা অবৈধভাবে মা ইলিশ আহরণ করছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান শুরু করে কোস্টগার্ডের সিজিএস রূপসী বাংলা জাহাজ।
জাহাজটির অধিনায়ক কমান্ডার ফায়জুল ইসলাম সাংবাদিকদের জানান, এ সময় সেখানে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১২টি ট্রলার থেকে ১৬১ জন জেলেকে আটক করা হয়। এ সব ট্রলার থেকে মোট তিন হাজার ৮০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
শুক্রবার ভোরে মালামালসহ আটককৃতদের কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে আনা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৬১ জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া জব্দ মাছ ও ট্রলারসহ অন্যান্য মাল মৎস্য দপ্তরে সোপর্দ করা হয়।
গত ৫ সেপ্টেম্বর থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত সাগরে মা ইলিশ আহরণের ওপর সরকারের নিষেধাজ্ঞা রয়েছে।