জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সমম্বয় কমিটি গঠন

জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সমম্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান সমন্বয়ক করা হয়েছে গণফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাড. এ কে এম জগলুল হায়দার আফ্রিককে। আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাতীয়তাবাদী তাঁতী দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম তুলে ধরা হয়েছে।
কমিটিতে রয়েছেন আবদুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গোলাম মাওলা চৌধুরী, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, আ ও ম শফিউল্লাহ, হাবিবুর রহমান বীরপ্রতীক, মো. নুরুল হুদা মিলু চৌধুরী, মোস্তাক আহমেদ, শহিদুল্লাহ কায়সার, মমিন উল্লাহ, আমিনুল ইসলাম তালুকদার, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, অধ্যাপক শাহজান সাজু, এল কে চৌধুরী, ড. হেলেনা, আজমিরি বেগম ছন্দা, মোশারফ হোসেন, এম এ ইউনুস, নূরুল আফছার, জাহাঙ্গীর আলম মিন্টু ও লতিফুল বারী হামিম।