‘অস্থির হয়ে, তাড়াহুড়ো করে কোনো কর্মসূচি দিতে চাচ্ছি না’
জাতীয় ঐক্যফ্রন্ট অস্থির হয়ে, তাড়াহুড়া করে কর্মসূচি দিতে চাইছে না বলে জানিয়েছেন জোটের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারের জোটের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
এ সময় আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় সংলাপের তারিখ ঘোষণার কথা জানান ঐক্যফ্রন্টনেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।
তবে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না বিএনপির কোনো প্রতিনিধি। বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের কোনো বিরোধ নেই উল্লেখ করে জোটের নেতারা জানিয়েছেন, অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারেননি ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না- এমন মন্তব্য করে আ স ম আবদুর রব বলেন, নতুন নির্বাচনের দাবিতে প্রাথমিকভাবে গণস্বাক্ষরসহ শান্তিপূর্ণ কর্মসূচির কথা চিন্তা করছেন তাঁরা। ধাপে ধাপে আন্দোলন জোরদার করা হবে।
জামায়াতে ইসলামীকে ঐক্যফ্রন্ট থেকে বাদ দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, জামায়াতে ইসলামী ঐক্যফ্রন্টের সঙ্গে ছিল না। এখনো নেই। আর জাতীয় সংলাপেও জামায়াত থাকছে না।
এদিকে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, জামায়াত ঐক্যফ্রন্টের অংশ নয়। তারা ছাড়া এই নির্বাচনে যে সব দল অংশ নিয়েছে তাদের সবাইকে জাতীয় সংলাপে আমন্ত্রণ জানানো হবে।