১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১০ বাংলাদেশি নারী-শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।
আজ শনিবার সকালে যশোরের বেনাপোল তল্লাশি চৌকি দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের হরিদাসপুর সীমান্তে গতকাল রাত সাড়ে ১০টার দিকে সাত শিশু, দুই নারী ও এক পুরুষকে আটক করে বিএসএফ। আজ সকালে বিএসএফ তাদের বেনাপোল তল্লাশি চৌকির বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার আবদুর রহিম জানান, ওই বাংলাদেশিরা ভালো কাজের সন্ধানে দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত টপকে ভারতে গিয়েছিল। সেখানকার হরিদাসপুর সীমান্তে বিএসএফ সদস্যদের হাতে আটক হয় তারা। পরে সময়ে বিএসএফ মানবিক কারণে ভারতীয় পুলিশের হাতে তাদের তুলে না দিয়ে বিজিবি সদস্যদের কাছে ফেরত দেয়। বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।