মহাজোট ‘ল্যান্ডস্লাইড ভিক্টোরি’র দিকে এগিয়ে যাচ্ছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোট গণনা চলছে। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট ল্যান্ডস্লাইড ভিক্টোরির (ভূমিধস বিজয়) দিকে এগিয়ে যাচ্ছে।
আজ রোববার রাতে ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজীর অফিসে সংবাদ সম্মেলন করে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি উল্লসিত হয়ে বিজয় মিছিল ও বিজয় উৎসব না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে একটা ভালো নির্বাচন হয়েছে। ভোটকেন্দ্রে ভোটারদের অবিশ্বাস্য উপস্থিতি ছিল। নারী ও তরুণদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এ নির্বাচনে নৌকার গণজোয়ারের প্রতিফলন ঘটেছে।
মন্ত্রী বলেন, নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের লোক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট আগেই জানতো তাদের জয়লাভের সম্ভাবনা নেই। তাদের ফোনালাপে হতাশার সুর দেখা যায়।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক রাজনীতি বেশি দিন টিকে না। বিএনপির আজ এ অবস্থার কারণ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জড়িত হওয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌরসভার প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম স্বপন মিয়াজী।