কক্সবাজারে বিশাল ব্যবধানে জয়ী ৪ আওয়ামী লীগের প্রার্থী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/31/photo-1546215206.jpg)
সারা দেশের মতো কক্সবাজার জেলাতেও সম্পন্ন হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল রোববার কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনী সহিংসতায় পেকুয়া উপজেলার রাজাখালীতে নিহত হয়েছে আব্দুল্লাহ্ আল ফারুক নামের এক যুবক। নিহত ফারুক রাজাখালীর উলুদিয়া পাড়ার আবুল কালামের ছেলে।
রাতে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয় রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী জেলার চারটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। ১৯৭৩ সালের নির্বাচনের পর এবারই প্রথম জেলার চারটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হলেন। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন ছাড়া প্রতিটি আসনেই দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাফর আলম। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাসিনা আহমেদকে দুই লাখ ১৯ হাজার ৭০৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। আওয়ামী লীগ প্রার্থী জাফর আলমের প্রাপ্ত ভোট দুই লাখ ৭৪ হাজার ৯৬৩। তাঁর প্রতিদ্বন্দ্বী হাসিনা আহমেদ পেয়েছেন ৫৫ হাজার ২৬০ ভোট।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আশেক উল্লাহ রফিক। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আজাদকে দুই লাখ ১৪ হাজার ৫৯১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। আওয়ামী লীগ প্রার্থী আশেক উল্লাহ্ রফিকের প্রাপ্ত ভোট দুই লাখ ২৯ হাজার ২৫০। হামিদুর রহমান আজাদ পেয়েছেন ১৪ হাজার ৬৫৯ ভোট। বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ পেয়েছেন ১১ হাজার ৭৮৯ ভোট।
কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সাইমুম সরওয়ার কমল। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজলের চেয়ে এক লাখ ৫৭ হাজার ৪৩০ ভোট বেশি পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমলের প্রাপ্ত ভোট দুই লাখ ২২ হাজার ৬৪৫। অন্যদিকে লুৎফুর রহমান কাজল পেয়েছেন ৬৫ হাজার ২১৫ ভোট।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শাহীন আক্তার। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান চৌধুরীর চেয়ে এক লাখ ৫৯ হাজার ৯৫৬ ভোট বেশি পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী শাহীন আক্তারের প্রাপ্ত ভোট এক লাখ ৯৬ হাজার ৯৭৪। বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ১৮ ভোট।