ময়মনসিংহে আইএস সন্দেহে আটক ৬ জন পাঁচদিনের রিমান্ডে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আইএস সমর্থক সন্দেহে আটক অপর ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশ (ডিবি) ছয়জনকে ১০ দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহের চার নম্বর আমলি আদালতে হাজির করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন আবদুর রশিদ, হায়দার আলী, হেলাল উদ্দিন, জুনাইদ, মাসুদ মিয়া ও মজিবুর রহমান।
এর আগে রোববার একই মামলায় স্কুলছাত্র মোহাম্মদ ফাহিম আল ফয়সাল ইবনে মুসা বিন জুলকার নাইন, মিজানুর রহমান ও বদিউল হাসানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী স্কুল অ্যান্ড কলেজের কোচিংয়ে আসা ছাত্র-ছাত্রীদের কাছে আইএসের সমর্থনে ‘মধ্যপ্রাচ্যের ডাক’ নামের একটি প্রচারপত্র বিলির সময় ফয়সালকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে ও শনিবার অভিযান চালিয়ে আরো আটজনকে আটক করে জেলা গোয়েন্দা ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। শনিবার রাতে প্রথমে তিনজনকে আসামি করে ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঈশ্বরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় সোমবার অপর ছয়জনকেও ওই মামলায় আসামি করা হয়।