চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের লাশ ময়মনসিংহে দাফন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় রোববার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য শফিকুল ইসলাম লাজুকের লাশ দাফন করা হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাখুয়া ভবানিপুরে গ্রামে পারিবারিক কবরস্থানে আজ সোমবার সন্ধ্যার পর লাশ দাফন করা হয়।
এর আগে ময়মনসিংহ সেনানিবাসের একদল সেনা সদস্য শফিকুল ইসলামের লাশ নিজ গ্রামের সাখুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসেন। সেখানে জানাজা শেষে সন্ধ্যা ৭টার দিকে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সোমবার দুপুরে শফিকুল ইসলামের লাশ গ্রামের বাড়ি পৌঁছালে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মাতম চলছে পরিবারে। স্ত্রী ময়িরম সিদ্দিকা এখন পাগলপ্রায়। স্বামীর কথা বলতে বলতে বারবার চেতনা হারান।
শফিকুল ইসলামের ভাই রফিকুল ইসলাম রতন বলেন, আদরের ছোট ভাইয়ের চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না তাঁরা। কীভাবে গাড়িটি দুর্ঘটনাকবলিত হলো তার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
সড়ক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য শফিকুল ইসলাম লাজুকের বাবা আবুল হাসিম ডাকঘর কর্মকর্তা। তিন ভাইয়ের মধ্যে শফিকুল সবার ছোট। তিনি ২০০৮ সালে এসএসসি পাস করে সেনাবাহিনীতে যোগ দেন। কয়েক মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মৃত্যুর আগে তিনি রামু সেনানিবাসে কর্মরত ছিলেন। সেখান থেকে কক্সবাজার যাওয়ার পথে সেনাবাহিনীর গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।