চট্টগ্রামে প্রথমবারের মতো ‘ওপেন হার্ট সার্জারি’

চট্টগ্রামে প্রথমবারের মতো কসমেটিক পদ্ধতিতে ‘ওপেন হার্ট সার্জারি’ করে সফল হয়েছেন একদল বিশেষজ্ঞ চিকিৎসক। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে এ সার্জারি সম্পন্ন করা হয়। হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন ডা. সারওয়ার কামাল এর নেতৃত্বে দেন।
চিকিৎসকরা বলছেন, সফল এ ‘ওপেন হার্ট সার্জারির’ মাধ্যমে চিকিৎসা সেবায় আরো একধাপ এগিয়েছে চট্টগ্রাম।
ডা. সারওয়ার কামাল এনটিভি অনলাইনকে জানান, ‘চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও একদল নিবেদিত চিকিৎসকদের সহযোগিতায় এ কঠিন চ্যালেঞ্জে আমরা যুক্ত হতে পেরেছি। মেধা ও প্রযুক্তির মাধ্যমে শরীরের কোনো অংশ না কেটে কৃষ্ণা রানী সাহার ওপেন হাট সার্জারি করেছি।’
রোগীর স্বামী নিহার বিন্দু সাহা জানান, তাঁর স্ত্রী কৃষ্ণা রানী বেশ কিছু দিন ধরে শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছেন। পরীক্ষার পর হার্টে সমস্যা ধরা পড়ে। বুকের মাঝখানে কেটে সার্জারিতে কৃষ্ণা রানীর মত ছিল না। তাই বিকল্প আপারেশনের জন্য অনেক ঘুরাঘুরি করতে হয়। সফল এ সার্জারির মাধ্যমে তাঁর স্ত্রী নতুন জীবন পেয়েছে বলে মনে করেন তিনি।
চিকিৎসকরা জানান, কসমেটিক পদ্ধতিতে ওপেন হার্ট সার্জারির পর রোগী কৃষ্ণা রানী সাহা সুস্থ আছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে বাড়ি যেতে পারবেন বলে জানান চিকিৎসকরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে প্রধান কার্ডিয়াক সার্জন ডা. সারওয়ার কামালকে সহযোগিতা করেন অধ্যাপক ডা. মুজিবুর রহমান, ডা. শরীফুল ইসলাম ও ডা. রাজীব বসাক।