শিশুকে হত্যা করে লাশ বিলে

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিল থেকে আবু তোরাব শাহ আলম (৩) নামের তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবাব বিকেলে উপজেলার বেলটিয়া বালিয়া গ্রামে বিলের কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক এনটিভি অনলাইনকে জানান, সোমবার বেলটিয়া বালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন মাস্টারের তিন বছরের ছেলে আবু তোরাব শাহ আলম নিখোঁজ হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে তার বাবা ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিকেলে স্থানীয় লোকজন বিলের কচুরিপানার নিচে ওই শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরো জানান, গিয়াসউদ্দিন মাস্টারের দুই স্ত্রী। তাঁর প্রথম স্ত্রীর চার ছেলে রয়েছে। আবু তোরাব শাহ আলমের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান। পারিবারিক কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটিকে হত্যার পর লাশ গুম করতে বিলের কচুরিপানার নিচে রেখে দেওয়া হয়েছিল।