আনন্দমোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মিছিল

ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ (আমোকসু) নির্বাচনের দাবিতে মিছিল। ছবি : এনটিভি
ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ (আমোকসু) নির্বাচনের দাবিতে মিছিল করেছে নবগঠিত সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। তারা সমাবেশ করে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রসমাজ ও জাসদ ছাত্রলীগের নেতারা অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মিছিলকারীরা কলেজের ফটকের সামনে সমাবেশ শেষে কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের কাছে স্মারকলিপি দেন।
নেতাদের দাবি, প্রায় এক যুগ ধরে আমোকসুর নির্বাচন না হওয়ায় কলেজের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর সহ-পাঠ্যক্রম কার্যাবলী বিঘ্নিত হচ্ছে।