ময়মনসিংহে দুই জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় ময়মনসিংহে জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এঁরা হলেন ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম ও ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়ন শাখা জামায়াতের আমির গোলাম রসুল পাঠান।
জেলা পুলিশ সুপার মঈনুল হক দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নজরুল ইসলামকে দুপুরে তাঁর কর্মস্থল ইসলামী একাডেমি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
এ দিকে গোলাম রসুল পাঠানকে দুপুরে উপজেলা সদরের থানা রোডের দত্তপাড়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
যদিও ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।