নতুন উপজেলার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহের চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে শহরতলির শম্ভুগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় ময়মনসিংহকে দেশের অষ্টম বিভাগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের ছয়টি ইউনিয়নকে নিয়ে নতুন একটি উপজেলা ঘোষণা অথবা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সদর উপজেলার চরনিলক্ষীয়া, চরঈশ্বরদিয়া, চরসিরতা, পরানগঞ্জ, বোরোরচর ও ভাংনামারী ইউনিয়ন অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। মানববন্ধনে চরাঞ্চলের শতাধিক মানুষ অংশ নেন।