কুড়িগ্রাম সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্ত এলাকা থেকে চার লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের কচাকাটা বিওপির নায়েক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই মদ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে টহল দলটি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বালাটারী নদীর ঘাটে অবস্থান গ্রহণ করে। পরে এক ব্যক্তিকে নদীর কিনারে কচুরিপানা দিয়ে বস্তা ঢেকে রাখতে দেখে টহল দল সেখানে যায় এবং টহল দলকে দেখামাত্রই ওই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
সেখান থেকে বিজিবির সদস্যরা ২৮৮টি বোতল ভারতীয় অফিসার চয়েজ ব্র্যান্ডের মদ জব্দ করেন।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন জানান, আটক মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।