মাথা থেঁতলে যুবককে হত্যা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর টেক্সটাইল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবদুল কাদের (২২)। ব্যবসায়িক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গতকাল গভীর রাতে তেল ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে আবদুল কাদের খুন হয়েছেন। তাঁর মাথা ভারী বস্তু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, রাত ৩টার দিকে আবদুল কাদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর মাথার মগজ বের হয়ে ছিল। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপতাল মর্গে রাখা হয়েছে।
ওসি প্রদীপ জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আবুল কাশেম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় প্রাথমিক তদন্ত শেষ হলে মামলা করা হবে।