চট্টগ্রামে গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে ছাত্রলীগের প্রচারণা

চট্টগ্রামের গণপরিবহনে শিক্ষার্থীদের যাতায়াতে অবিলম্বে অর্ধেক ভাড়া কার্যকর করার দাবি জানিয়েছে মহানগর ছাত্রলীগ। এই দাবি আদায়ে আজ শুক্রবার নগরীর দেওয়ানহাট মোড় চত্বরে পথসভা করা হয়। এ সময় সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ওই দাবিসংবলিত স্টিকার সাঁটানো হয়।
আজ নগরের ডবলমুরিং থানা ছাত্রলীগের নেতাদের উদ্যোগে ওই পথসভায় মহানগর ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল ‘হাফ ভাড়া শিক্ষার্থীদের জন্য করুণা নয়, এটা বহুকালের সরকার নির্দেশিত ছাত্রদের অধিকার’, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামেও শিক্ষার্থীদের হাফ ভাড়া অধিকার কার্যকর করো, করতে হবে, ‘Half rent is our legal demand’ ইত্যাদি।
দাবি আদায়ের জন্য ও কর্মসূচির বিষয়টি জানাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস ও পাঁচটি ছবি পোস্ট করেছেন।