রাজশাহীর দুই ওসি প্রত্যাহার

রাজশাহীর বাঘা ও চারঘাট থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের (এসপি) এক আদেশে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়।
আদেশে বাঘা থানার ওসি আমিনুর রহমান ও চারঘাট থানার ওসি আলমগীর হোসেনকে এসপি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
তাদের স্থলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে বদলি হয়ে আসা দুই পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে বাঘা থানার ওসি হিসেবে আলী মাহমুদ ও চারঘাট থানায় নিবারণ চন্দ্র বর্মণকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সুপার নিশারুল আরিফ দুই থানার ওসিকে প্রত্যাহার করার তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রশাসনিক কারণে জেলার সীমান্তবর্তী বাঘা ও চারঘাট থানার ওসিদের লাইনে ক্লোজড করা হয়েছে, অন্য কোনো কারণে নয়।’
তবে রাজশাহী জেলা পুলিশের একটি সূত্র দাবি করেছে, মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার অভিযোগে দুই ওসিকে প্রত্যাহার করে নেওয়া হতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে প্রত্যাহার হওয়া দুই ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁদের পাওয়া যায়নি।