সুন্দরবনের ভদ্রা নদীতে চারটি কুমির অবমুক্ত

সুন্দরবনে বিলুপ্ত প্রায় লবণ পানির প্রজাতির চারটি কুমির অবমুক্ত করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার গতকাল শুক্রবার বনের ভদ্রা নদীতে নয় বছর বয়সের একটি পুরুষ ও তিনটি নারী কুমির অবমুক্ত করেন।
এ সময় উপমন্ত্রীর সঙ্গে ছিলেন বনবিভাগের খুলনার সিএফ মো. আমির হোসাইন চৌধুরী, বাগেরহাটের ডিএফও মো. মাহমুদুল হাসান, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির।
কুমির অবমুক্তের পর আজাদ কবির বলেন, বিলুপ্তপ্রায় লবণ পানির প্রজাতির কুমিরের প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যেই সুন্দরবনে শুক্রবার চারটি কুমির অবমুক্ত করা হয়েছে। এর আগেও সুন্দরবনে বিভিন্ন নদ-নদীতে ৯১টি কুমির অবমুক্ত করা হয়। বিলুপ্ত প্রায় এ প্রজাতির কুমিরের প্রজনন ও বংশ বিস্তারের জন্য ২০০০ সালে সুন্দরবনের করমজলে দেশের একমাত্র কুমির লালন-পালন ও প্রজননকেন্দ্র গড়ে তুলে বনবিভাগ।
২০০৫ সালে কেন্দ্রের কুমির রোমিও ও জুলিয়েট জুটির ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করে। বর্তমানে করমজল কুমির প্রজননকেন্দ্রে ছোট-বড় মিলিয়ে ২০৩টি কুমির রয়েছে।