রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নূরে আলম খোকন (৬৫) মারা গেছেন। আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন এনটিভি অনলাইনকে জানান, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মুনছুর আলী মণ্ডলের ছেলে নূরে আলম খোকন গত ৩ অক্টোবর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকেল পৌনে ৫টায় তাঁকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর পৌনে ৬টার দিকে তিনি মারা যান।
জেলার আরো জানান, হত্যা মামলায় নূরে আলম খোকনের যাবজ্জীবন সাজা হয়। চার বছর ধরে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছিলেন।