খারঘরে এই দিনে ৫৩ জনকে হত্যা করা হয়েছিল

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার খারঘর গ্রামে নারী ও শিশুসহ ৫৩ জনকে গুলি করে হত্যা করে। নিহতের স্মরণে নির্মিত বেদী। ছবি : এনটিভি
আজ ১০ অক্টোবর। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের খারঘর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী খারঘর গ্রামে চালিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ। সেদিন পাকিস্তানি সেনাবাহিনী নারী ও শিশুসহ ৫৩ জনকে গুলি করে হত্যা করে। নিহত ৫৩ জনের মধ্যে ২৭ জনকে দাফন করা হয় খারঘর গণকবরে।
স্বাধীনতাযুদ্ধের পর থেকে প্রতিবছর এ দিনটি সরকারি-বেসরকারিভাবে খারঘর গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সরকারিভাবে প্রশাসন এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, এলাকার প্রবীণ ব্যক্তি, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খারঘর গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এ উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়।