মাগুরার গড়াই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরার গড়াই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখতে নদীর দুই পাশে সব বয়সী লাখো নারী-পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটে।
মাগুরার শ্রীপুর উপজেলার পঞ্চগ্রাম যুবসংঘের আয়োজনে শুক্রবার বিকেলে সপ্তম বার্ষিকী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ী জেলার আটটি বাইচ নৌকা অংশ নেয়।
তিন কিলোমিটার দীর্ঘ নদীপথের এ প্রতিযোগিতায় মাগুরার কাপাশহাটির চাঁদ টাইগার প্রথম, রাজবাড়ীর শেরেবাংলা দ্বিতীয় ও ফরিদপুরের পবনগতি নৌকা তৃতীয় স্থান অধিকার করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্হাব।
ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে মাগুরাসহ ফরিদপুর ও রাজবাড়ী জেলার লক্ষাধিক শিশু ও নারী-পুরুষ নদীর দুই পাশে ভিড় করেন।